Image description

বিনোদন ডেস্ক 
আরটিএনএন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ৫০তম শতরান বিশ্বকাপের সেমিফাইনালে জয় এনে দিয়েছে ভারতকে। 

আজ রোববার ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তার আগেই বোমা ফাটালেন দক্ষিণের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী রেখা বোজ। তিনি লেখেন- ‘যদি বিশ্বকাপ ভারত জেতে তাহলে বিশাখাপত্তনমে সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়াব’। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের কমেন্ট বক্সে রেখাকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা। খবর আনন্দবাজার অনলাইনের

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় নীল ছবির তারকা পুনম পাণ্ডে মন্তব্য করেছিলেন- ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জিতলেও নিজের দেওয়া কথা রাখেননি পুনম। এবার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন রেখা। তিনি এমন মন্তব্য করার পর থেকে ট্রোলড হতে শুরু করেছেন।

নেটিজেনদের কেউ লিখেছেন, নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির।’ কেউ মন্তব্য করেছেন- ‘যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব।’ কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন- ‘আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।’