বিনোদন ডেস্ক
আরটিএনএন: একের পর এক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসায় ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তোলপাড়। নির্মাতা-প্রযোজকদের আপত্তিকর সব প্রস্তাবের কথা প্রকাশ করছেন ভুক্তভোগী অভিনেত্রীরা। পুরোনো এক সাক্ষাৎকারে কুপ্রস্তাব পাওয়ার কথা জানিয়েছিলেন দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী নয়নতারাও।
সম্প্রতি এই অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারের ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি জানিয়েছেন, কাজের জন্য তাকে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।
নয়নতারা বলেন, ‘আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি।’
মালয়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। এরপর তামিল, তেলুগু ভাষায়ও সমানতালে কাজ করে দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
সবশেষ শাহরুখ খানের বিপরীতে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন নয়নতারা।
Comments