Image description

আন্তর্জাতিক ডেস্ক  
আরটিএনএন: দলীয় নেতাদের আত্মগোপন করে না থেকে সামনে এসে নিজেদের গ্রেফতার হওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। 

আদিয়ালা কারাগারে বক্তব্য রাখার সময় ইমরান খান বলেন, তিনি নিজে এখন কারাগারে। তাই বাকি নেতাদের কারাগারের ভয় এড়িয়ে সামনে এগিয়ে আসা উচিত। তিনি আন্ডারগ্রাউন্ড নেতাদের নিজেদেরকে গ্রেফতার করতে, সব অভিযোগের মুখোমুখি হতে এবং শেষে আদালত থেকে জামিন নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

৯ মে ইমরানকে গ্রেফতারের জেরে ব্যাপক সহিংসতার পর থেকে মুরাদ সাইদসহ অনেক পিটিআই নেতা এখনও আত্মগোপনে আছেন। মূলত গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ৭১ বছর বয়সি ইমরান খান। এর মধ্যে কয়েকটি মামলায় তার কারাদণ্ড হয়েছে।