Image description

আন্তর্জাতিক ডেস্ক 
আরটিএনএন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে; ইউক্রেনকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে রাশিয়াকে সমর্থন দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। আর এর জন্য রাশিয়ার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে রাশিয়ার পক্ষে সমর্থন জানানোয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ টেনেসি-ভিত্তিক একটি কোম্পানিকে অভিযুক্ত করে। যেখানে বলা হয়, টেনেট মিডিয়া, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া আউটলেট আরটি থেকে মিলিয়ন ডলার গ্রহণ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়াপন্থি প্রচার এবং মার্কিন মিডিয়া কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

রাশিয়ার পক্ষে এই প্রচারণা চালানোর জন্য টেনেট ডেভ রুবিন, লরেন সাউদার্ন এবং টিম পুলসহ উচ্চ-প্রোফাইল ডানপন্থী প্রভাবশালীদের দায়ী করা হয়। কেননা, পুল তার ১.৩ মিলিয়ন গ্রাহকের ইউটিউব ব্লগে ঘোষণা দেন, ‘ইউক্রেন এই দেশের শত্রু।’

তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের শত্রু, ডেমোক্র্যাটদের অর্থায়ন করা হচ্ছে... ইউক্রেন এই জাতি এবং বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের উচিত সমস্ত তহবিল এবং অর্থায়ন প্রত্যাহার করা, সমস্ত সামরিক সহায়তা প্রত্যাহার করা। এতদিন সমর্থন দেওয়ায় আমাদের রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত।’

পুল তার ইউটিউবে এমন দাবি করলেও, ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় দলের রাজনীতিবিদরাই রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের জন্য প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছেন। যদিও সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানরা ইউক্রেনে সাহায্য বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। আর সেটি হলে এই সংঘাতে রাশিয়াকে উপকৃত হবে।