Image description

ময়মনসিংহ প্রতিনিধি 
আরটিএনএন: ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তরিকুল ইসলাম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বাউন্ডারি রোড জমির মুন্সি লেনের বাসায় এ ঘটনা ঘটে। 

ডা. নোমান নগরীর মৃত তাহির উদ্দিনের ছেলে। নোমানের স্ত্রীও ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে ডিউটি শেষে রাত ১টার দিকে বাসায় ফেরেন ডা. নোমান। রাত বেশি হওয়ায় পরিবারের কাউকে বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। পরে তিনি বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল চার্জ দিতে গেলে চার্জারটি বাস্ট হয়ে আগুন ধরে যায়। সেই সময় তিনি ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হন। 

পরে পরিবারের লোকজন পোড়া গন্ধ পেয়ে নোমানের রুমে এ ঘটনা দেখতে পায় এবং তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকদের অনাপত্তিপত্র নিয়ে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।