সাতক্ষীরা প্রতিনিধি
আরটিএনএন: সাতক্ষীরার কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসী আকরামুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলার কামারালি গ্রামের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত আকরামুল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসি জানিয়েছেন, সপ্তাহখানেক আগে আকরামুল মালয়েশিয়া থেকে নিজ বাড়িতে আসে। সে অবিবাহিত। মালয়েশিয়ায় থাকাকালীন কামারালি গ্রামের দুই বন্ধুর কাছে টাকা পাঠাতো। সেই দুই বন্ধু গতকাল বুধবার রাতে আকরামুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর আজ সকালে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
কলারোয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
Comments