সাতক্ষীরা প্রতিনিধি
আরটিএনএন: আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় আলোকিত জীবন কেন্দ্র সেন্টার ফর ব্রাইট লাইফ এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা আল হেরা মডেল একাডেমি অডিটরিয়ামে এ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অংশগ্রহণ করেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচ্য সূচীর উপর প্রশিক্ষণমূলক আলোচনা করেন ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি এর প্রফেসর ড. আব্দুল আজিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আক্তার হোসেন মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, অধ্যক্ষ খলিলুর রহমান, মাস্টার আনিস উদ্দীন, মাস্টার আব্দুল ওয়াহাব সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা ও সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোকিত জীবন কেন্দ্র এর সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান গাজী।
Comments