সাতক্ষীরা প্রতিনিধি
আরটিএনএন: মাছ ধরতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম কাজল(২৫)। সে শিবনগর গ্রামের ছাত্তার ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজল বল্লী ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের কুলতলার একটি ঘেরে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত ঘেরের ভিতরে নিচু হয়ে থাকা বৈদ্যুতিক তারে মাথা বেঁধে যেয়ে ঘটনাস্থলেই কাজলের মৃতু হয়।
কাজলের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments