জয়পুরহাট প্রতিনিধি
আরটিএনএন: জয়পুরহাটে গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট হওয়া ৭.৬২ মি.মি রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার সকালে জয়পুরহাট পৌর এলাকার ঝাউবাড়ি মহল্লা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জয়পুরহাট জেলা শহরের সদর থানায় হামলা ও লুটের ঘটনা ঘটে। ওই সময় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র লুট হয়। তার মধ্যে উদ্ধার হওয়া রাইফেলের গুলিগুলো ওই দিন থানা থেকে লুট হয়েছিল। ইতোমধ্যে লুট করা অন্যান্য আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের প্রায় সবই উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, উদ্ধার হওয়া রাইফেলের গুলি জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments