Image description

নিজস্ব প্রতিবেদক 
আরটিএনএন: গণহত্যকারীদের গ্রেফতার ও বিচার এবং রাজনীতি নিষিদ্ধের দাবীতে শাহবাগে ৫ম দিনের মত অবস্থান কর্মসূচী পালন করছে গণহত্যা বিরোধী জনতা। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়ে আসছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংহতি প্রকাশের মাধ্যমে এগিয়ে চলছে এই অবস্থান কর্মসূচী।

লাগাতার অবস্থান কর্মসূচীর ৫ম দিনে উপস্থিত হয়ে মঞ্চের প্রতিনিধি সাকিব হোসাইন বলেন, গত জুলাই-আগস্ট ২০২৪ যে যুদ্ধের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেটি সংঘটিত হয়েছিলো বাংলাদেশ বনাম আওয়ামীলীগের সাথে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারকে বিকিয়ে দিয়ে আওয়ামীলীগ বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে দু:শাসন চালিয়েছে। জুলাই-আগস্ট ২০২৪ এর যুদ্ধ ছিলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার যুদ্ধ। এ যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়েছে। বিজয়ীদের সমস্বরে সিদ্ধান্ত নিতে হবে যে, বাংলাদেশ বিরোধী এই গণহত্যাকারী চক্রের শাস্তি কিভাবে নিশ্চিত করবে।

জুলাই মঞ্চ তার নাগরিক দায়িত্ব থেকে গণহত্যাকারীদের বিচারের দাবীতে অবস্থান নিয়েছে। বাংলাদেশের সকল নাগরিকদের আমরা গণহত্যার বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবীতে নিজ অবস্থান থেকে আওয়াজ তোলার আহবান জানাই।

জুলাই মঞ্চের প্রতিনিধি থোয়াই চিং বলেন, জুলাই বিল্পব এখন বিপন্ন হতে বসেছে নানা ভাগে বিভক্ত হয়েছে। বিপ্লবের পরাজিত শক্তি বিগত ১৬ বছর স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশের নাগরিকদের উপস্থাপন করে বিভাজিত করে রেখেছিলো। এই বিভাজনের রাজনীতির সুযোগ আমরা আর কাউকে দিতে চাইনা। আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের সকলকে নিয়ে জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে চাই।

জুলাই মঞ্চের প্রতিনিধি মুনতাসিরুল ইসলাম বলেন, বিগত জুলাই-আগস্ট ২০২৪ এ বাংলাদেশে যে ধরণের মানবতা বিরোধী হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা সকল ধরণের বর্বরতাকে হার মানিয়েছে। এমন নির্মম গণহত্যা চালানোর পরেও তাদের গ্রেফতারে কার্যকরী কোন ভূমিকা পালন করতে পারছে না বর্তমান ছাত্র-জনতার সরকার। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিচারের কাজেও আমরা ধীরগতি লক্ষ্য করছি। গণহত্যাকারীদের বিচারের ব্যাপারে এমন উদাসীনতা আমাদের বিচলিত করে তুলছে। তাই উপযুক্ত বিচারের প্রত্যাশায় আমরা শাহবাগে অবস্থান নিয়েছি।