Image description

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুর ২ টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন।

গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় তার বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট।  ওই একই দিনে মামলার রায় হওয়ার পর বিএনপি নেতা আমানউল্লাহ আমান জেলে গেলেও অজ্ঞাতবাসে চলে যান টুকু।  রায়ের আগেই দেশের বাইরে চলে যান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

৫ আগস্ট রাজনৈতিক পটপরির্তনের পর দেশে ফিরলেন ইকবাল হাসান টুকু।