নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কার্যক্রম কার্যকর জায়গায় নিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে লুটেরা মাফিয়ারা কখনো নির্বাচিত হয়ে নেতৃত্ব আসনে আসতে না পারে।
গণশক্তি সভা কর্তৃক আয়োজিত লুটেরা মাফিয়া দের নেতৃত্ব ও নির্বাচন কমিশন সংস্কার শীর্ষক মতবিনিময় সভা প্রধান অতিথির ক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
গণশক্তি সভার পরিচালক সাংবাদিক সাদেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জামাত ইসলামের সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, গণমুক্তি জোটের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাসেম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন সরকারকে রাজনৈতিক আচরণ করতে হবে। লুটেরা ও মাফিয়াদের পরিহার করতে হবে। জনগণের ইচ্ছা বোঝার চেষ্টা করতে হবে। সরকারের সংস্কার কার্যক্রম কে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ সম্মানের বাংলাদেশ চাই যেখানে বিশ্ব সভায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
তিনি বলেন, সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সরকারের সংস্কার কার্যক্রম কে গতিশীল করতে হবে।মাফিয়াতন্ত্র আমাদের রন্দ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে।এর শিকড় উপড়ে ফেলতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন যে ত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে তার সুফল যাতে দেশবাসী ঘরে তুলতে পারে। সংস্কার কার্যক্রমকে সফল করে বিশ্বের বুকে আমাদেরকে মাথা উচু করে দাঁড়াতে হবে।
ডক্টর শাহরিয়ার ইফতেখার বলেন আমরা এই রাষ্ট্রপতিকে চাই না। চুপপুর রাষ্ট্রপতি থাকার নৈতিক যোগ্যতা নাই। রাষ্ট্রপতির সাথে দুর্নীতি সংশ্লিষ্টতা আছে কিনা তা সঠিকভাবে তদন্ত করে জাতির সামনে হাজির করতে হবে।
সভাপতির বক্তব্যে কমরেড সাইফুল হক বলেন,তরুণরা লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই আমরা আজকে লুটেরা মাফিয়াদের কবল থেকে মুক্ত হতে পেরেছি রাষ্ট্রপতি সহ ফ্যাসিস্ট সরকারের দোসর যারা এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে বসে আছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজকর্মী ডক্টর মোমেনা খাতুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, গণমুক্তি জোটের কো চেয়ারম্যান আক্তার হোসেন, ঢাকা মহানগর এর জামাত নেতা কামাল উদ্দিন, গণআজাদি লীগ চেয়ারম্যান আতাউল্লাহ খান, প্রফেসর ড. ঈসা মোহাম্মদ, এডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, হিন্দু মহাজোট নেতা গোবিন্দ চন্দ্র প্রামানিক, মাসুদুর রহমান বিক্রমপুরী, লেখক মেহেদী হাসান, গণধিকার পরিষদ নেতা মাহবুবুল বারী চৌধুরী, এডভোকেট সাইফুল আলম, আবুল কাশেম মজুমদার, ইঞ্জিনিয়ার আল মামুন, মমতাজ উদ্দিন মজুমদার, এমএম মনিরুল ইসলাম প্রমূখ।
Comments