ডেস্ক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল আগামীকাল রোববার। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
শনিবার ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় উপস্থিত এক সাংবাদিকের ফোন বেজে উঠলে মেজাজ হারিয়ে ওই সাংবাদিককে বেশ রূঢ় ভাবে রোহিত বলেন, ‘আরে ফোন বন্ধ রাখুন’।
ফাইনালে ভারতীয় একাদশ নিয়ে রোহিত বলেন, আমরা এখনও একাদশ ঠিক করিনি। পিচ দেখে আগামীকাল ঠিক করা হবে।
টুর্নামেন্টের শুরু থেকে দারুণ বোলিং করে যাওয়া পেসার মোহাম্মদ শামি প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, বিশ্বকাপের শুরুতে কয়েকটি ম্যাচে ওকে ডাগআউটে বসে থাকতে হয়েছে। সেই সময়ে মোহাম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হয়েছিল। একাদশের বাইরে থাকাকালীন সময়ে শামি অনুশীলন করে নিজের বোলিং নিয়ে খাটছিল। সুযোগ পেয়ে পুরোপুরি কাজে লাগিয়েছে।
লোকেশ রাহুলের পারফরম্যান্স নিয়ে রোহিত বলেন, দলে লোকেশ রাহুলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ওর খেলার ধরণ পুরোপুরি আলাদা। ওকে নিজের মত করে খেলার স্বাধীনতা দেওয়া জরুরি।
ফাইনালের উইকেট নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, পিচে এখনও কিছু ঘাস রয়েছে। ওপর থেকে দেখে শুকনো মনে হচ্ছে। স্লো হবে ট্র্যাক। জানি না আগামীকাল শিশির পড়বে কিনা। টস জয়/পরাজয় মনে হয়না ফলাফলে কোনও প্রভাব ফেলবে।