বিনোদন ডেস্ক
আরটিএনএন: মধ্যরাতে শহর ছাড়লেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব। সঙ্গে ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কোথায় গেলেন তারা?
শনিবার মধ্যরাতে দেব ও রুক্মিণী মৈত্রকে শহর ছাড়তে দেখা যায়। দেবকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা যায়। তিনি একটি কালো শার্ট ও প্যান্ট পরেছিলেন। অন্যদিকে রুক্মিণী মৈত্রর পরনে ছিল লাল টপ, কালো জ্যাকেট আর কালো কার্গো প্যান্ট।
এদিকে টানা তিন মাস লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন দেব। এর মাঝেই তিনি ‘টেক্কা’ ও ‘খাদান’ ছবির শুটিং করে গেছেন। কিন্তু এসবের মাঝেই সুযোগ বুঝে প্রেমিকা অভিনেত্রী রুক্মিণীকে নিয়ে হারিয়ে গেলেন দেব।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, তারা দুজন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন কোথাও। যদিও গন্তব্য অজানা। শনিবার মধ্যরাতে তাদের কলকাতা বিমানবন্দরে দেখা গেছে। রুক্মিণী নিজেও এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ফ্লাইটে যে তিনি চা খাচ্ছেন, সেটির কাপের একটি ছবি পোস্ট করেছেন। তিনি সেই ছবি পোস্ট করে লিখেছেন— ‘আমি এখন বাচ্চাদের মতো দারুণ খুশি...’। আরও একটি ছবি পোস্ট করে লেখেন— ‘পরের গন্তব্য কোথায়?’ পোস্ট করেছেন একাধিক বুমেরাং ভিডিওও।
দেবকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’ ছবিতে দেখা যাবে। সেখানে তার সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র প্রমুখ। এ ছাড়া শীতের ছুটিতে আসবে তার আরেক ছবি ‘খাদান’। সেখানে তার সঙ্গে থাকবেন যিশু সেনগুপ্ত।
এদিকে আরও একটি ছবির নাম ঘোষণা করা হয়েছে। অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’। এখানে দেবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। এ ছবিতে আরও থাকবেন ফাটাকেষ্টখ্যাত মিঠুন চক্রবর্তীও।
আগামীতে রুক্মিণীকে দেখা টেক্কা ছবিতে। টেক্কা ছাড়াও রুক্মিণীকে আরও ‘নটী বিনোদিনী’ ছবিতে দেখা যাবে। মুখ্য ভূমিকায় ধরা দেবেন তিনি। সেই ছবির শুটিং অনেক দিন আগেই হয়ে গেছে। তবে কবে মুক্তি পাবে সেটি এখনো জানা যায়নি।