নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিগত সরকারের রেখে যাওয়া সামগ্রিক অর্থনীতির শ্বেতপত্র তৈরির কাজকর্ম শুরু করেছে সরকার গঠিত এ সংক্রান্ত কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এ বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য নির্বাচন ও কাজের রূপরেখা নিয়ে আলোচনা করতে রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন তিনি।
সচিবালয়ে বৈঠক শেষে বেরিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা যে কমিটি গঠন করেছেন, সে বিষয়ে আলাপ করতে এসেছিলাম। এখন কমিটির বাকি সদস্যের নাম প্রধান উপদেষ্টাকে দেব। তিনি অনুমোদন দিলেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
এ সময় এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য হতে পারে সর্বোচ্চ ১০ জন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির কাজের পরিধি হবে নির্দেশনামূলক; বাধ্যতামূলক নয়। সময়ে সময়ে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে তথ্যের সঠিকতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং সবার মতামত ও পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে গঠিত কমিটি কাজ করবে।
এর আগে গত বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠনের কথা জানানো হয়। ওই সময় বলা হয়, দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন তুলে ধরা হবে এই শ্বেতপত্রে। এ লক্ষ্যে গঠিত কমিটি আগাম ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রণয়নকৃত শ্বেতপত্র
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে।