Image description

নিজস্ব  প্রতিবেদক 
আরটিএনএন: আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগদান করেছেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার তিনি রেজিস্ট্রারের মাধ্যমে বিভাগে যোগদান করেন।

এর আগে ২০১৫ সালের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সাইফুল ইসলামকে রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বি হওয়ায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তৎকালীন ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রফেসর ড . সাইফুল ইসলাম। রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সাইফুল ইসলামের পক্ষে রায় দেয় আদালত। ওই রায়ের প্রেক্ষিতে তিনি বিভাগে যোগদান করতে গেলে তখন তাকে যোগদান করতে দেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট তিনি যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। সেটি বৃহস্পতিবার গ্রহণ করা হয় এবং তিনি যোগদান করেন।