Image description

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: রাজধানীর শের-ই বাংলানগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. ফজল নাসের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একইসঙ্গে অধ্যাপক ডা. তানজিনা লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একই প্রতিষ্ঠানের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এসব কর্মকর্তার নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।