Image description

সুনামগঞ্জ প্রতিনিধি 
আরটিএনএন সুনামগঞ্জের দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নাইমুল ইসলাম (৪৫) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামের দাড়াই মিয়া গ্রুপ ও শফিউল গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাইমুল দাড়াই মিয়ার পক্ষের বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছেছে।

দিরাই থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তি গুলিবিদ্ধ কি না তা ডাক্তার বলতে পারবেন বলে তিনি জানান।