খেলা ডেস্ক
আরটিএনএন: গত বছর ১৪ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। তার তিন দিন পর বাফুফে জরুরি সভা করে সোহাগকে ভবিষ্যতে বাফুফের কোনো কর্মকান্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেয়।
এবার নিজের পাওনাদি চেয়ে বাফুফেকে উকিল নোটিশ পাঠিয়েছেন সেই নিষিদ্ধ সোহাগ। উকিল নোটিশের জবাব দেয়ার সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। এই বিষয়ে বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘তার বিষয়টি বৃহস্পতিবারের নির্বাহী সভায় উঠেছিল, আমাদের সামনে আরেকটি সভা রয়েছে, শুধুই আর্থিক বিষয় নিয়ে। তখন এই বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।’
সোহাগের পাশাপাশি ফিফা থেকে নিষিদ্ধ হওয়া বাফুফের সাবেক তিন স্টাফ আবু হোসেন, মিজানুর রহমান, এবং অনুপম হোসেনও বাফুফের কাছে তাদের পাওনা চেয়েছেন। সোহাগ ও অন্যরা বাফুফেতে অনেক দিন কাজ করেছেন। তাদের পাওনা গ্র্যাচুয়েটি, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত অর্থ পাওনার দাবি করেছেন।