নোয়াখালী প্রতিনিধি
আরটিএনএন: নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুর ছবি না থাকায় নরোত্তমপুর ইউনিয়ন অফিস উদ্বোধন থেকে বিরত থাকেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উল্যাহ পাটোয়ারী।
সরেজমিন গিয়ে খাজুরতলা বিএনপির অফিসটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খাজুরতলা ওয়ার্ড অফিস উদ্বোধনের অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেস্টুনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বরকত উল্লা বুলুর ছবি না দেখে ক্ষিপ্ত— হয়ে ওঠেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করার উদ্যোগ নেন।
এতে ছাত্রদল নেতা ইমন অনুষ্ঠানস্থল থেকে ফেস্টুন নামিয়ে ফেলেন। পরে বিএনপির স্থানীয় নেতাদের উদ্যোগে ফেস্টুন লাগিয়ে আবার অনুষ্ঠান শুরু হয় এবং খাজুরতলা ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করেন।
পরে এ ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সভা করেন। স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, ফেস্টুনে বরকত উল্লা বুলুর ছবি না থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।
তারপরও সভাপতি অনুষ্ঠানে হট্টগোল করেন। পরে বরকত উল্লা বুলুর ছবি লাগানোর শর্তে অফিস উদ্বোধন সম্পন্ন হয়।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উল্যাহ পাটোয়ারী জানান, খাজুরতলা বিএনপির অনুষ্ঠানস্থলে এ রকম কোনো ঘটনা ঘটেনি, তিনি সেখানে বক্তৃতা করেছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় এবং রাজনৈতিকভাবে ঘায়েল করতে তার বিরুদ্ধে একটি মহল মিথ্যাচার করছেন।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির কমিটি সাময়িক স্থগিত রাখা হয়েছে।