আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: মণিপুরে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালিয়েছে স্থানীয় জনতা।
স্থানীয় কয়েক জন ব্যক্তিকে হেনস্তার অভিযোগে গতকাল ওই অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর করে তারা।
ভারতীয় রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার হংবেই এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন লোক। তাদের কাঠবোঝাই গাড়িটি আটক করেন আসাম রাইফেলসের জওয়ানরা।
এ খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে কয়েক শ’মানুষ হংবেইয়ে রাইফেলসের অস্থায়ী হামলা চালায় এবং ভাঙচুর-লুটপাট শেষে সেখানে আগুন ধরিয়ে দেয়। একের পর এক টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে আসাম রাইফেলসের সদস্যরা এক পর্যায়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন।
হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।