ঠাকুরগাঁও প্রতিনিধি
আরটিএনএন: নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে৷
আজ সোমবার সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এ তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।
এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু বকর সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ জিন্নাতুন নাহার। এসময় অন্যান্যের মধ্যে সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক গণিত নাজমুল হাবিব, সহযোগি অধ্যাপক অর্থনীতি আনিসুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের এসএম রফিকুল ইসলাম, সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুন আরা বেগম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হাসান মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংগঠনের অর্থ সম্পাদক আদনান মাহমুদসহ সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহিলা কলেজের শিক্ষার্থীরা পিঠা উৎসব, মেহেদী উৎসব, কুটির ও হস্তশিল্প, মেয়েদের মেক ওভার, খাদ্য সামগ্রী ও কসমেটিকস এর স্টল তারুণ্য মেলার স্টলে স্থান পায়।
এছাড়াও মেলায় সরকারি কলেজের রক্তদাতা সংগঠন বাঁধন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।
অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনার সাথে তারুণ্যের উৎসবের তারুণ্য মেলাসহ সকল কর্মসূচিতে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্বস্ত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। এছাড়াও তারুণ্যের উৎসব উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ নানা কর্মসূচির আয়োজন করেছে।
উল্লেখ্য, সারাদেশের তরুণদের ঐক্যবদ্ধ করতে সরকারের পক্ষ থেকে দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত কলেজ পর্যায়ে এই তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। যেই অনুষ্ঠানটি পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।