Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: আত্মবিশ্বাসে টইটম্বুর আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছে তারা।

শুক্রবার পাকিস্তানের করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অপ্রতিরোধ্য ছুটছে আফগানিস্তান। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে সেমিফাইনাল। এইদিকে নিজেদের খেলা শেষ চার ওয়ানডে সিরিজে জিতেছে তারা। সিরিজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকেও।

এবার সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে আফগানিস্তানের। বেলা ৩টায় শুরু ম্যাচ।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবি, রশিদ খান, ফজল হক ফারুকি ও নূর আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
রায়ান রিকেল্টন, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওইয়ান মুলদার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।