Image description

নিজস্ব প্রতিবেদক 
আরটিএনএন: বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল বাদে) শব্দ দুটি ফের মুদ্রিত করার দাবিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। 

আজ শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করা হয়। মিছিল থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফিলিস্তিনের গাজাবাসীর ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, গালীব ইহসান ও সৌরভ শাকিল। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোঃ আরিফুল হক প্রমুখ। 

বক্তৃতাকালে হাসান মোহাম্মদ আরিফ বলেন, আমরা ফিলিস্তিন প্রশ্নে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গত সপ্তাহে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল করেছি। সেখান থেকে আমরা সরকারকে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি ফের মুদ্রিত করার জন্য এক মাসের আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে এক সপ্তাহ পার হলেও সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

বক্তারা বলেন, আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমা আদায় করে পাসপোর্টের ইস্যুটি সরকারকে ফের মনে করিয়ে দিলাম। আমরা সামনের সপ্তাহেও একই দাবি জানাব।