খেলা ডেস্ক
আরটিএনএন: ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। দেশের জার্সিতে খেলার পথে অনেকটা পথ এগিয়েছিলেন তিনি। পাসপোর্ট করা থেকে শুরু ইংল্যান্ডের অনুমোদনও মিলেছে। আর শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন মিললেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারতেন তিনি। কিন্তু চোটের ধাক্কায় এখন সে স্বপ্ন বাস্তবে রূপ নিতে বিলম্ব হতে পারে।
প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে অনুশীলনের সময় কাঁধে গুরুতর চোট পেয়েছেন হামজা। এই চোট থেকে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না লেস্টার সিটির কোচ স্টিভ কুপারও।
হামজার চোটের বিষয়ে কুপার বলেন, ‘কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি ওতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।’
লেস্টার কোচ আরও বলেন, ‘এটি খুবই স্বাভাবিক কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়।’
কুপার যোগ করেন, ‘আমি তার যাত্রাকে সম্মান করি। সে যে একজন খেলোয়াড় এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠছে, এটাকেও সম্মান করি। সে খুবই জনপ্রিয়। যেকোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইছিল, নভেম্বর উইন্ডোতেই যেন হামজা জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন। এর মধ্যে ২৭ বছর বয়সি ফুটবলারকে নিয়ে এই দুঃসংবাদ এল।
Comments