Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া সাকিব আল হাসান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সিক্সটি স্ট্রাইকার্সের ১০ ওভারের ম্যাচ খেলছেন। তার কাঁধেই তুলে দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলস ওয়েভসের অধিনায়কত্ব। যদিও প্রথম ম্যাচটা ভালো যায়নি সাকিবের। বল হাতে মার হজম করতে হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন সাকিব। এমন দিনে হেরেছে তার দলও।

ম্যাচে টস জিতে নিউইয়র্ক লায়ন্সকে ব্যাটিংয়ে পাঠান লস অ্যাঞ্জেলস অধিনায়ক সাকিব। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ১২৬ রানের শক্ত পুঁজি দাঁড় করায় লায়ান্স। 

দলের হয়ে ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন রায়না। ২৩ বলে ৪০ রান করেন থারাঙ্গা। মাঝে সাকিবের এক ওভারে ২ ছক্কা ও ১ চারে ১৮ রান নেন রায়না।  

বল হাতে ব্যর্থ সাকিব পারেননি ব্যাট হাতেও। ১৬ বলে ১৩ রান করেছেন তিনি। যার খেসারত দিতে হয়েছে তার দলকে। ১৯ রানে হারতে হয়েছে লস অ্যাঞ্জেলসকে। সাকিবের দলের ইনিংস থামে ৭ উইকেটে ১০৭ রানে। যেখানে রোশিংটন ১৫ বলে ৩১ রান করেন।