Image description

বিনোদন ডেস্ক
আরটিএনএন:  গত মাসেই মুক্তি পেয়েছিল শিলাদিত্য-সোমের আইটেম গান ‘ফিরনি মালাই’-এর ঝলক। রোববার মুক্তি পেল সেই বহু প্রতীক্ষিত গান। ঝলকেই ইন্দ্রাক্ষী দে ও যশের রসায়ন প্রকাশ্যে এসেছিল। মিউজিক ভিডিও মুক্তির দিনও উপস্থিত ছিলেন তারা। আর এই মিউজিক ভিডিও মুক্তি পেল চিরঞ্জিৎ চক্রবর্তীর হাত ধরে। ‘ফিরনি মালাই’-এর প্রশংসা করেন অভিনেতা। তিনি বলেন, এমন কাজ আরও হোক। খুব ভালো কাজ করেছেন শিলাদিত্য ও সোম। 

চিরঞ্জিতের একাধিক সিনেমাতেও ছিল আইটেম গান। তারপর থেকে ‘আইটেম গান’-এ নানা রকমের বিবর্তন হয়েছে। এ বিষয়ে চিরঞ্জিৎ বলেন, আইটেম গানের মধ্যেও একটা গল্প থাকলে ভালো হয়। বিশেষ করে সিনেমার প্রয়োজনে তো এমন গান থাকেই।

সমাজে আইটেম গানের প্রভাব রয়েছে বলেও মনে করেন চিরঞ্জিৎ। অভিনেতা বলেন, আমরা প্রায়ই অশ্লীলতা নিয়ে কথা বলি। ছোট পোশাক পরা নিয়ে আলোচনা করি। আমরাই তো দর্শক টানার জন্য সিনেমাতে আইটেম গান ব্যবহার করি। কিছু ক্ষেত্রে তো খুবই ছোট পোশাক পরিয়ে পর্দায় নিয়ে আসা হয় অভিনেত্রীকে। সিনেমাতে হয়তো তার অন্য কোনো ভূমিকাই থাকে না। দর্শকদের আকর্ষণ করার জন্যই এটা করা হয়। তবে ‘ফিরনি মালাই’-এর প্রদর্শন পছন্দ হয়েছে অভিনেতার।

তবে সবশেষে চিরঞ্জিৎ বলেন, গানের সঙ্গে সিনেমা থাকলে সবচেয়ে ভালো হয়। গান শোনার সঙ্গে সিনেমা দেখতে পেলে ভালো লাগে। আমি সিনেমার লোক। তাই চাই এ ধরনের মিউজিক ভিডিও আরও হোক।