
টাঙ্গাইল প্রতিনিধি
আরটিএনএন: টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা ফজল হক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনিরুজ্জামান গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজল হক (৫৫) বংশীনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৭ বছর পূর্বে ফজল হকের দাদি বংশীনগর মৌজায় তার নামে ৫৫ শতাংশ জমি দলিল করে দেন। কিন্তু ওই জমিটি ভোগদখল করছিলেন ফজল হকের ফুপাতো ভাইয়ের ছেলে মৃত মজিবুর রহমানের ছেলে পারভেজ। এদিকে ৪৭ বছর পূর্বের দলিল পেয়ে ফজল হক জমি দখল পেতে উদ্যোগ নেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতবরদের নিয়ে একাধিক সালিশ বৈঠকও করেন। তাতে কোনো সমাধান না পেয়ে সম্প্রতি আদালতে একটি মামলাও করেন।
পরে জমির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও দেন।
অপরদিকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে পারভেজ ৩০ থেকে ৩৫ জন লোকসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফজল হকের কাঁটাতারের ঘেরা উঠাতে গেলে ফজল হক বাধা প্রদান করেন। এ সময় পারভেজ ও তার সঙ্গে থাকা লোকজন ফজল হককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ফজল হকের চিৎকারে তার স্ত্রী মরিয়ম বেগম (৪৫), ছেলে মনিরুজ্জামান (২৫) এগিয়ে এলে তাদেরও মারপিট করে আহত করেন পারভেজ ও তার লোকজন।
আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় ফজল হক, তার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফজল হকের লাশের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments