
বিনোদন ডেস্ক
আরটিএনএন: মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করলেন উঠতি অভিনেত্রী কাম মডেল ঊর্মী আহমেদ। নাটক দুটি হলো-‘বউ ভাড়া হবে ' ও ‘সানগ্লাস ফ্যামিলি’। একটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে। ঊর্মী বলেন, ‘এই নাটক দুটিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক মোঃ জাকিউল ইসলাম রিপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের মতো অত বড় অভিনেতার সাথে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তার সাথে কাজ করতে গিয়ে প্রথম প্রথম ক্যামেরার সামনে খুব ভয় কাজ করেছিল। তিনিই আমাকে সহজ করে দিয়েছেন। কাজ করতে গিয়েই মনে হয়েছে, তিনি শুধু একজন বড় অভিনেতাই নন, একজন ভালো মানুষও।’
উল্লেখ্য, ছোটবেলা থেকেই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা ঊর্মীর। মূলত, অভিনেত্রী শাবনূরের অভিনয় দেখেই মিডিয়ার প্রতি দুর্বলতা কাজ করে তার। যুক্ত হন গ্রুপ থিয়েটারে। রেজানুর রহমানের এথিক থিয়েটারে কাজ করছেন নিয়মিত। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গেছেন সমান তালে। এলএলবি সম্পন্ন করে বর্তমানে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে প্র্যাকটিস করছেন জজ কোর্টে।
এর বাইরে শিশুদের প্রতি ভালোবাসার তাগিদ থেকেই গড়ে তুলেছেন শিশু সংগঠন-বর্ণমালা শিশু কিশোর মেলা। মূলত, শিশুদের নিয়েই বেশি ব্যস্ত এখন তিনি।
তিনি বলেন, ‘আজকের শিশুই দেশের ভবিষ্যৎ। শিশুরা মানবিক হবে, নৈতিকতা শিখবে সর্বোপরি দেশকে ভালবাসবে-এমনটিই আমি চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি শিশুদের নিয়েই কাজ করতে চাই।’
বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামে ‘মেঘবালিকা’ নাটকের মাধ্যমেই ছোটপর্দায় অভিষেক ঊর্মী আহমেদের। এরপর নাটক, টিভিসিসহ ইউনিসেফের অসংখ্য সমাজ সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। রায়হান রাফির ‘ফ্রাইডে’ সিনেমায় অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে ইতিবাচক হিসেবে মনে করেন। ‘পিনিক’ সিনেমায় আদর আজাদের ছোট বোনের চরিত্রে অভিনয় করেও অনেক প্রশংসিত হয়েছেন তিনি।
ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে- লাভ এন্ড রিভেন্স, মুক্তি, শুভযাত্রা, বাবার সম্বল, বাবা আর নেই, প্রবাসী ছেলের কোরবানি, বয়রা বউ শাশুড়ি, নিঃশ্বাস, অসহায় বউ, প্রবাসী তিন বউ, শুয়ের মত সোজা, টিকটকার বউ, বৃষ্টি এলো প্রেম এলো অন্যতম।
Comments