Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে শক্ত অবস্থানে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনেস্কিকে দায়ী করে এর জন্য তাকে শাসিয়েছেনও তিনি। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে তার প্রশাসন।

ওয়াশিংটন এবং কিয়েভের প্রতিনিধিরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করার একদিন পর সোমবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা এই আলোচনা শুরু করেন।

তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আশা করছেন রিয়াদের আলোচনা একটি অগ্রগতির পথ তৈরি করতে পারে।

রিয়াদ থেকে বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার জানিয়েছেন, আজকের আলোচনার লক্ষ্য একটি ‘সীমিত যুদ্ধবিরতি’ চুক্তিতে পৌঁছানো।

এদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়া গত রাতে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে।

গত সপ্তাহান্তে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচ বছর বয়সি একটি শিশুও ছিল।