
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: সিরিয়ার তাদমুর এবং টি-৪ বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা হোমসের পালমিরা শহরের কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে ‘অবশিষ্ট সামরিক সক্ষমতা’য় আঘাত করেছে।
মাত্র কয়েকদিন আগেই একই ঘাঁটিতে বোমা হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।
এর আগে সোমবার (২৪ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস বলেন, সিরিয়ার পাশাপাশি লেবাননে ইসরাইলের হামলা ‘আরও তীব্রতর’ হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি আরও বলেন, সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর শুরু হওযা ইসরাইলের হামলা ‘অপ্রয়োজনীয়’। কারণ সিরিয়া এখন ইসরাইলে হামলা করছে না।
প্রসঙ্গত, ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর থেকে, ইসরাইল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ৫০০ টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এই বছর এ পর্যন্ত ২১টি নথিভুক্ত হামলা চালিয়েছে।
Comments