Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।এতে ১৪ শিশুসহ অন্তত ৬৫ জন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সৌদি আরবে রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা চলাকালে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা শান্তি আলোচনায় রাশিয়ার অংশগ্রহণকে ‘কপট’ বলে উড়িয়ে দিয়েছেন।  তিনি বলেছেন, ‘শান্তি নিয়ে ফাঁপা বিবৃতি’ দেওয়ার পরিবর্তে মস্কোকে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে।

ক্ষেপণাস্ত্র হামলার ফলে আবাসিক ভবন, একটি স্কুল এবং একটি হাসপাতালের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। 

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, রাশিয়া আবারও দেখিয়ে দিচ্ছে যে তারা সন্ত্রাসবাদ চালিয়ে যেতে চায়।  সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মস্কোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিরা সৌদি আরবের রিয়াদে ১২ ঘন্টার একটি বৈঠক করেছেন।  বৈঠকটি ২০২২ সালের শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার ওপর কেন্দ্রীভূত বলে জানা গেছে, যা ইউক্রেনকে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে পণ্য রপ্তানির অনুমতি দেয়।  এর বিনিময়ে রাশিয়া তার সার রপ্তানি সহজতর করার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। 

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার আলোচনার ফলাফল সম্পর্কে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। 

এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আলোচনা অত্যন্ত ‘ভালোভাবে চলছে’।  ‘অদূর ভবিষ্যতে ইতিবাচক ঘোষণা’ আসার আশা করছেন তিনি।