Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: এখনো ট্রাম্পের চিঠির জবাব দেয়নি ইরান। এ কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। খবর মেহের নিউজের। 

গত ৭ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। আলোচনায় বসার জন্য ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প।

তবে তাদের চিঠির জবাব দেয়নি ইরান। দেশটি জানিয়েছে, ওয়াশিংটনের হুমকির মুখে এবং যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি বজায় রাখবেন, ততক্ষণ পর্যন্ত সরাসরি আলোচনায় বসবে না তেহরান।

ইয়েরেভানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জবাব না দেওয়ার বিষয়টি পুনরাবৃত্তি করেন। 

এ সময় তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ককেশাস অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা এবং এ অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য আর্মেনিয়া ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে উত্তেজনা বাড়ার ঝুঁকি রয়েছে, আমরা আশা করি এই শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই ঝুঁকি হ্রাস পাবে।