Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: ইসরাইলের বিমান হামলায় গাজার খান ইউনিসের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ১১ জন নিহত হয়েছেন। আল-জাজিরা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলের হামলায় মোট নিহতের হয়েছেন ২৬ । আহত হয়েছেন ৬০ ফিলিস্তিনি। 

এদিকে গাজায় ইসরাইলের গত ১৮ মাসের বর্বরতায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ৫১ হাজার ২৬৬ জনে। আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়, অনেক আহতরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

এদিকে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর ১৮৯০ ফিলিস্তিনিকে হত্যা ও ৪ হাজার ৯৫০ জনকে আহত করেছে ইসরাইল। 

ওয়াফা ও কুদস নিউজ নেটওয়ার্ক তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সকালে দেইর-আল-বালায় ইসরাইলের হামলায় ডা. মাজেদ নাসের ইসমাইল নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত ইসরাইলি বাহিনী ১ হাজার ৬০ জন চিকিৎসককে হত্যা করল।