
সুনামগঞ্জ প্রতিনিধি
আরটিএনএন: পাটলাই নদীর পাড় কেটে চুরি করা খনিজ বালি বোঝাই চারটি ট্রলার জব্দ করেছে পুলিশ। যাতে থাকা মালামালের বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের মাণিগাঁও শিমুল বাগান সংলগ্ন পাটলাই নদীর তীর থেকে বালি বোঝাই ট্রলারগুলো জব্দ করে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের মাণিগাঁও শিমুল বাগান সংলগ্ন সীমান্ত নদী পাটলাই নদীর পাড় কেটে কয়েক দল দুর্বৃত্ত খনিজ বালি চুরি করছিল মঙ্গলবার ভোররাতে।
খবর পেয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চুরি করা খনিজ বালি বোঝাই ইঞ্জিনচালিত স্টিল বডি চারটি ট্রলার ও ২০০ ঘনফুট বালি জব্দ করে।
থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী জানান, চারটি স্টিল বডি ট্রলারসহ জব্দকৃত বালির মূল্য প্রায় ২০ লাখ ২ হাজার টাকা।
Comments