Image description

নিজস্ব প্রতিবেদক 

আরটিএনএন: বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলার লক্ষ্যে কোনটা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ইউনিয়নের দাদাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার পদুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয় মজলিসের সেরা সদস্য ও পাবনা জেলা আমির  অধ্যাপক অভ্যতালেব মন্ডল। 

লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমি গোলাম রব্বানী জোবায়ের, উপজেলা জামাতের আমি ডাক্তার নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান। 

স্থানীয় জামায়াত নেতা রবিউল ইসলাম এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম পান্না, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, জামায়াত নেতা ওসমান গনি, আকরাম হেসেন, ছাত্রনেতা সেহানুর রহমান, রিয়েল হোসেন প্রমুখ।