Image description

ফরিদপুর প্রতিনিধি
আরটিএনএন: দেড় বছর পর আবারও ফরিদপুরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন জাপানি ব্যবসায়ী তামিকো মিজোয়ই।

স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার ভালোবাসা এবং সহমর্মিতার নজির আগেও দেখা গেছে। এবারও তিনি নিজ হাতে টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন। 

বুধবার বিকালে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে অকো-টেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাপানিজ সাপোর্ট সিস্টেম কো-অপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোয়ই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের মোট ৩১২ জন উপকারভোগীর মধ্যে ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।

বিতরণকালে মঞ্চ থেকে নেমে উপকারভোগীদের মাঝে ছুটে যান তামিকো মিজোয়ই। তিনি নিজ হাতে তাদের হাতে সহায়তা তুলে দেন। অনেকে এ সময় স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে দেন। অসহায় মানুষের স্নেহ-ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েন।

তামিকো মিজোয়ই বলেন, ইঞ্জিনিয়ার সোবহানের জনসেবামূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি জাপানে ‘সোবহান অ্যাকাডেমি’ প্রতিষ্ঠা করেছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বাংলাদেশে একটি জাপানি স্কুল চালুর অনুরোধ জানান এবং এর মাধ্যমে শিক্ষার্থী ও কর্মী ভিসায় দক্ষ জনশক্তি নেওয়ার পরিকল্পনার কথা জানান। 

এ সময় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো কম জমি নিয়ে উন্নত হতে পারলে আমরা কেন পারব না? যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তাদের কাছে জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি দেখতে চাই। এতদিন ধরে জনগণকে বঞ্চিত করার রাজনীতি চলছিল, আমরা এর পরিবর্তন চাই। 

আব্দুস সোবহান বলেন, রমজানে রোজা রাখার মাধ্যমে অহংকার, হিংসা, লোভ-লালসা পরিহার করা উচিত। আমাদের মনে সৃষ্টির সেবা করার মানসিকতা থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিঙ্গাপুরের নাগরিক ও আলেয়া অ্যান্ড হাঙ্ক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা। এ সময় তার বৃদ্ধা মা জহুরা বেগমসহ অতিথিরা উপস্থিত ছিলেন।