
খেলা ডেস্ক
আরটিএনএন: চলমান ডিপিএলে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক হয় মোহামেডান অধিনায়ক তামিম ইকবালের। পরে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয় সাবেক এই অধিনায়ককে। এরপর যেতে হয় অস্ত্রোপচারের মধ্য দিয়েও। হার্টে রিং পরানো হয়েছে। এই অবস্থায় তামিমের সুস্থতা কামনা করে জাতীয় দলের সাবেক সতীর্থরা ফেসবুকে দোয়া চেয়েছেন।
তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সবাই তামিম দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তাসকিন লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’
মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।’
লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’
মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে-ইনশাল্লাহ।’
এদিকে তামিমকে নিয়ে স্বস্তির খবর, হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিমের। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। অবস্থা উন্নতির দিকে।
Comments